Ads Area

ফের রিঙ্কু সিং এর বিধ্বংসী ব্যাটিং : ১৭৫ রানের লক্ষ্যমাত্রা অস্ট্রেলিয়ার কাছে।


ভারত বনাম অস্ট্রেলিয়া চতুর্থ টি-টোয়েন্টি: 


ভারত বনাম অস্ট্রেলিয়া টি টোয়েন্টি

ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টি-টোয়েন্টিত আরো একবার ব্যাট হাতে জ্বলে উঠলেন রিংকু সিং। ২৯ বলে ৪৬ রান করে ভারতকে ভালো জায়গায় নিয়ে যান এই তরুণ ব্যাটসম্যান।


আজ টসে জিতে অস্ট্রেলিয়া প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। ভারতীয় দলে মোট চারটি পরিবর্তন আসে আজ। ব্যাটিং অর্ডারে ঈশান কিসান এবং তিলক বর্মার পরিবর্তে প্রথম একাদশে জায়গা করে নেয় শ্রেয়াস আয়ার এবং জিতেশ শর্মা । একইসঙ্গে বোলিং বিভাগেও অর্ষদিপ সিং ও প্রষিধ কৃষ্ণাকে সরিয়ে প্রথম একাদশে সুযোগ পায় দীপক চাহার ও মুকেশ কুমার।


আজ ভারতীয় দল প্রথমে ব্যাটিং করতে নেমে দুই ওপেনার বেশ বিধ্বংসী ভাবে শুরু করলেও কিছুক্ষণের মধ্যেই ভারতীয় ব্যাটিং অর্ডারে ধস নামতে শুরু করে। ওপেনার yashvi Jaiswal ২৮ বলে ৩৭ রান করে আউট হওয়ার পর ব্যাটিং করতে নামেন শ্রেয়াস আইআর। কিন্তু তিনিও বেশিক্ষণ টিকে থাকতে পারেননি মাঠে । মাত্র 7 বলে 8 রান করে প্যাভেলিয়ন ফেরেন তিনি। 


এরপর স্বয়ং অধিনায়ক সূর্যকুমার যাদব ব্যাটিং করতে নেমে দুই বলে এক রান করে আউট হন। এরপরই পাঁচ নম্বরে ব্যাটিং করতে নামেন রিংকু সিং। অস্ট্রেলিয়ার শক্তিশালী বোলিং বিভাগের বিরুদ্ধে যখন টপ অর্ডারের ব্যাটসম্যানরা ব্যর্থ হয়েছেন তখন অন্য প্রান্তে থেকে রিঙ্কু সিং নিজের খেলাটা খেলে যাচ্ছিলেন। 2 টি ছয় ও 4 টি চার দিয়ে সাজানো রিংকু সিং এর ইনিংস সমাপ্ত হয়ে যায় ইনিংস এর শেষ ওভারে । তিনি beherondorff  এর বলে এল বি ডব্লিউ হয়ে মাঠ ছাড়েন। 


অন্যদিকে রিঙ্কু সিং এর সঙ্গে জুটি বেঁধে তরুণ খেলোয়াড় জিতেশ শর্মা মারকাটারি ইনিংস খেলেন। তিনিও 1 টি  ছয় ও 4 টি চারের সাহায্যে ১৯ বলে ৩৫ রান করে প্যাভিলিয়নের ফেরেন। এরপর অস্ট্রেলিয়ার বোলিং লাইনআপের বিরুদ্ধে আর কোনো ব্যাটসম্যান টিকে থাকতে পারেননি। অবশেষে কুড়ি ওভার শেষে ১৭৪ রান করে ভারতীয়দের ইনিংস সমাপ্ত হয়।

Post a Comment

0 Comments