Ads Area

শ্রীলংকা ক্রিকেট বোর্ডের কার্যনির্বাহী কমিটিকে সাস্পেণ্ড করা হলো, গঠিত হলো তদন্ত কমিটি।

 নিয়মে গাফিলতি, দুর্নীতি, এবং দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে শ্রীলংকার কার্যনির্বাহী কমিটিকে সাস্পেণ্ড করা হয়। এই বিষয়গুলো তদন্ত করার জন্য শ্রীলঙ্কার ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রক তথা শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গার সভাপতিত্বে একটি অন্তর্বর্তী কমিটি নিয়োগ করা হয়েছে, যারা বিষয়গুলো নিয়ে পূর্ণ তদন্ত চালাবে বলে জানানো হয়েছে।



শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে তদন্ত পরিচালনা করার পাশাপাশি, ক্রীড়ামন্ত্রী রোশন রানাসিংহে একটি অন্তর্বর্তী কমিটিকে শ্রীলংকার বোর্ড কর্তাদের বিরুদ্ধে উঠে আসা অভিযোগের বিষয়ে স্বাধীন ও স্বচ্ছ তদন্ত পরিচালনা করার এবং বিশদ প্রতিবেদন জমা দেওয়ার দায়িত্ব দিয়েছেন। 11 সেপ্টেম্বর, 2023 তারিখে অডিটর জেনারেল কর্তৃক জারি করা এক বিবৃতিতে এই কমিটিকে অনুমোদন দেওয়া হয়েছে যে তারা যেনো প্রয়োজনীয় সব রকম অ্যাকশন নেই বোর্ডের বিরুদ্ধে যদি তারা সত্যিই দোষী প্রমাণিত হয়।




রানাতুঙ্গার নেতৃত্বে থাকা সাত সদস্যের কমিটিতে আরো রয়েছে এসআই ইমাম (সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি), রোহিনী মারাসিংহে (সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারক), ইরাঙ্গানি পেরেরা (অবসরপ্রাপ্ত হাইকোর্টের বিচারক), উপলি ধর্মদাসা (সাবেক এসএলসি সভাপতি), রকিথা রাজাপক্ষে (অ্যাটর্নি-অ্যাট-ল) এবং হিশাম জামালদীন।

Post a Comment

0 Comments