Ind Vs Sa 2nd Test: মাত্র 11 বলের মধ্যেই ভারতের 6 উইকেট গেলো। শেষ ভারতের ইনিংস।

Ohid Tarafdar

 আজ ভারত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম দিনে মাত্র 11 বলেই শূন্য রানের মধ্যে শেষ 6 উইকেট হারিয়ে ফেলে। 


দিনের শুরুতে মোহাম্মদ সিরাজের দাপুটে বোলিংয়ের দৌলতে ভারত প্রোটিয়াদের মাত্র 55 রানের মধ্যেই অলআউট করে দেই। জবাবে ব্যাট করতে নেমে ভারত  153 রানে 4 উইকেট থেকে লুঙ্গি এনগীডি ও রবাদার পরপর দুই ওভারের মধ্যেই বাকি 6 উইকেট হারিয়ে ফেলে 153 রানে অলআউট হয়ে যায়। 


এদিন লুঙ্গি এনগীডি ইনিংসের 34 তম ওভারে বল করতে এসে দ্বিতীয় বলে কে এল রাহুলকে বাউন্স বল দিয়ে ফাঁদে ফেলেন, রাহুল উইকেট কিপার এর হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। ঠিক চতুর্থ বলেই জাদেজাকে শর্ট বল করেন, এবং তিনিও ছোট্ট ক্যাচ দিয়ে আউট হন। ওভারের শেষ বলে ফের একবার সেই একই ঝলক দেখালেন লুঙ্গি এনগীডি। একইরকম ভাবে শর্ট বল করে বুমরাহকে আউট করে। 


এখানেই থেমে থাকেনি প্রোটিয়ারা। ঠিক পরের 35 তম ওভারে রাবাদার  দ্বিতীয় বলে খোঁচা মেরে ফেরেন ইনিংসের সর্বোচ্চ রান সংগ্রাহক বিরাট কোহলি। সেই ওভারের চতুর্থ বলে সিরাজ রান আউট হন। এবং পঞ্চম বলে মারকরামের হাতে স্লিপে ক্যাচ দিয়ে আউট হন ভারতের শেষ উইকেট প্রসিদ্ধ কৃষ্ণা। 


ভারতের ইনিংস মাত্র 153 রানে শেষ হলেও তারা এখনও 97 রানের লিড নিয়ে ম্যাচে এগিয়ে রয়েছে। 

Post a Comment

0Comments

Post a Comment (0)