Ads Area

Cwc 2023: পরপর পাকিস্থান ও শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালের দৌড়ে টিকে রইলো আফগনিস্তান।

 ICC CRICKET WORLD CUP 2023: পুনেতে অসাধারণ অলরাউন্ড পারফরম্যান্স করে শ্রীলঙ্কাকে সাত উইকেটে হারালো আফগানিস্তান ।


আফগানিস্তানের বোলিং আক্রমণ পুনের পিচে শ্রীলঙ্কার ব্যাটারদের প্রচুর সমস্যায় ফেলেছিল, বেশ কয়েকজন ভাল শুরু করা সত্ত্বেও তা বড়ো রানে রূপান্তরিত করতে পারেনি।অবশেষে 241 রানে তাদের ইনিংস গুটিয়ে নিতে হয়।


অপরদিকে রান তাড়া করতে নেমে আফগানিস্থানের ব্যাটসম্যানরা আজ মাস্টারক্লাস ছিলো, আফগানিস্তান প্রথম ওভারে রাহমানুল্লাহ গুরবাজের উইকেট হারায়।পরে সেটিকে কাটিয়ে তাদের টার্গেট তাড়া করতে নেমে সাত উইকেট এবং ২৮ বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয়।


এদিন রহমত শাহ (62), হাশমতুল্লাহ শাহিদি (58*) এবং আজমাতুল্লাহ ওমরজাই (73*) সবাই হাফ সেঞ্চুরি করেন।এবং ইব্রাহিম জাদরান ইনিংসের শুরুতে 39 রানের একটি সুন্দর ইনিংস খেলেন।


এই জয় যেমন একদিকে আফগানিস্তানকে সেমিফাইনালের দৌড়ে টিকিয়ে রাখলো,ঠিক তেমনই শ্রীলঙ্কার শেষ চারে যাওয়ার সমভাবনা একেবারেই বন্ধ করে দিল।


ইব্রাহিম জাদরান এবং রহমত শাহ পাওয়ারপ্লেতে সুন্দর পার্টনারশিপ গড়েন। কিন্তু মাদুশঙ্কা জাদরানকে 39 রানে প্যাভিলিয়নে ফেরালে শ্রীলঙ্কা কিছুটা হলেও বাউন্স ব্যাক করে।


কিন্তু পরে রহমত শাহ এর দুর্দান্ত অর্ধশতক এবং তৃতীয় উইকেট জুটি আফগানিস্তানকে মোমেন্টামে ফিরিয়ে আনে।


74 বলে 62 রান করে কাসুন রাজাথার বলে রহমত আউট হওয়ার পর ক্যাপ্টেন হাশমতুল্লাহ শহীদী ও আজমতুল্লাহ ওমরজাই বাকি প্রয়োজনীয় রান তাড়া করতে নেমে খুব সহজেই নিজেদের লক্ষে পৌঁছে যায়।এই জুটিতে দুজনেই দুর্দান্ত হাফ সেঞ্চুরি করে জয় ছিনিয়ে আনে শ্রীলংকার থেকে।


কিভাবে আফগানিস্থানের অলরাউন্ড পারফরম্যান্স শ্রীলঙ্কাকে পরাজিত করেছিল:

টস জেতার পর, হাশমতুল্লাহ শাহিদি প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন, সন্ধ্যার সেশনে শিশির সম্ভাব্য একটি ফ্যাক্টর হওয়ার কথা উল্লেখ করেন তিনি। অপর পক্ষের ক্যাপ্টেন কুশল মেন্ডিস অবশ্য স্বীকার করেন যে তারা কোনোরূপ সমস্যা ছাড়াই ব্যাটিং করবে।


এদিন আফগনিস্তান দলে অন্তর্ভুক্ত হন ফজলহক ফারুকী, তরুণ বাঁ-হাতি স্পিনার নূর আহমদের জায়গায়, এদিন রশিদ খান একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে আফগানিস্তানের হয়ে 100 তম ম্যাচ খেলে নিলেন।


শ্রীলঙ্কার দলে লাহিরু কুমারাকে বদলি করে অন্তর্ভুক্ত হন দিমুথ করুণারত্নে ও কুশল পেরেরার জায়গায় এসেছেন দশমন্থ চামিরা।

Tags

Post a Comment

0 Comments