লর্ডসে শেষ ম্যাচ খেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে চলেছেন ঝুলন গোস্বামী।

Ohid Tarafdar

নিজস্ব প্রতিবেদন:

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে চলেছেন মহিলা ক্রিকেটের সর্বাধিক উইকেট শিকারি ঝুলন গোস্বামী।



অবসর ঝুলনের (jhulan Goswami retirement):

প্রবীণ ভারতীয় মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামী, আগামী ২৪ শে সেপ্টেম্বর ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে ক্যারিয়ারের শেষ ওডিআই খেলে তার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন। 'চাকদা এক্সপ্রেস' নামে খ্যাত এই দ্রুতগতির বোলার সব ফরম্যাট মিলিয়ে মোট 281 টি ম্যাচ খেলে ৩৫২ উইকেট দখল করে আন্তর্জাতিক মহিলা ক্রিকেটের সর্বাধিক উইকেট শিকারির খ্যাতি অর্জন করেছেন।


আগামী সেপ্টেম্বরে ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত  ভারতে-ইংল্যান্ড সিরিজের জন্য ভারতীয় ওডিআই স্কোয়াডে ঝুলন গোস্বামীর নাম অন্তর্ভুক্ত করা হয়। গোস্বামীর অবসর নিয়ে প্রশ্ন করলে এক বিসিসিআই কর্তা খোলসা করেন যে, এই সিরিজেই তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে চলেছেন। সুতরাং এ কত স্পষ্টভাবেই বলা যায় যে, ঝুলনের সঙ্গে আলোচন করেই তাকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে যাতে এই ৩৯ বছর বয়সী অভিজ্ঞ ক্রিকেটার যোগ্য সম্মাননার সাথে ক্রিকেটকে বিদায় জানাতে পারেন।


দেশের হয়ে ঝুলন শেষবার মাঠে নেমেছিলেন চলতি বছরের মার্চে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত একদিনের ক্রিকেট বিশ্বকাপে। সাউথ আফ্রিকার বিপক্ষে গ্রুপ পর্বের খেলার সময় তিনি চোট পাওয়ায় তারপর থেকে আর দেশের হয়ে খেলেননি।সদ্য সমাপ্ত কমনওয়েল গেমসেও তিনি খেলতে নামেননি। দেশের জার্সিতে শেষ টি টোয়েন্টি খেলেছেন 2018 সালে এবং টেস্ট খেলেছেন ২০২১ সালের অক্টোবরে।


ঝুলন গোস্বামীর ক্যারিয়ার (international career of jhulan Goswami):

২০০২ সালে ইংল্যান্ডের বিপক্ষে ওডিআইতে অভিষেক হয় ঝুলনের এবং সেই বছরই ১৪ই জানুয়ারি টেস্ট ক্রিকেটে অভিষেক হয়। ২০০৬ সালে সেই ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ক্যারিয়ারের হাতেখড়ি হয় তার। ১৯৯ টি ওডিআই খেলে তার ঝুলিতে রয়েছে 250 টি উইকেট একইসঙ্গে টেস্টে 12 টি ম্যাচ খেলে ৪৪টি এবং টি-টোয়েন্টিতে ৬৮ টি ম্যাচ খেলে ৫৬ টি উইকেট রয়েছে তার দখলে।। আন্তর্জাতিক ক্রিকেটে তার শ্রেষ্ঠ বোলিং ফিগার 31 রানের বিনিময়ে 6 উইকেট। ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি ভারতীয় মহিলা দলের অধিনায়কত্বও সামলেছেন।


ঝুলন গোস্বামী কোন কোন অ্যাওয়ার্ড পেয়েছেন (award won by jhulan Goswami):

  1. ২০০৭ সালে তিনি আইসিসি বর্ষসেরা মহিলা ক্রিকেটার অ্যাওয়ার্ড পান।
  2. ২০১০ সালে তিনি অর্জন পুরস্কার প্রাপ্ত হন। 
  3. ঝুলন গোস্বামী ২০১২ সালে পদ্মভূষণ পুরস্কারে ভূষিত হন।

নতুন ভূমিকায় ঝুলন গোস্বামী:
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও এবার একটু নতুন ভূমিকায় দেখা যাবে ঝুলন গোস্বামীকে। বাংলার এই অভিজ্ঞ জোরে বোলারকে আসন্ন রঞ্জী মরসুম থেকে বাংলা মহিলা ক্রিকেট দলের মেন্টর কাম খেলোয়াড় হিসেবেই দেখা যাবে। তার অভিজ্ঞতাকে কাজে লাগাতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে সিএবির পক্ষ থেকে। ২২ গজের মতোই একজন মেন্টরের ভূমিকাতেও  নিজের সেরাটা দেবেন বলে জানিয়েছেন তিনি।

ঝুলন গোস্বামীর জীবন সম্পর্কে কিছু তথ্য ( facts related to Jhulan Goswami)

■ 1997 মহিলা বিশ্বকাপ ম্যাচে ঝুলন একটি বল গার্ল হিসাবে ভলান্টিয়ারিং করেছিল।

■ সে ধোনির হাত থেকে 2007 সালে আইসিসি ওমেন ক্রিকেটের অফ দ্যা ইয়ার পুরস্কার নেন।

■ তিনি মহিলা ক্রিকেটে সবথেকে বেশি উইকেট নেওয়া বলার।

■ ঝুলন 300 আন্তর্জাতিক উইকেটের গন্ডি পার

করেছে।

■ ঝুলন 2018 সালে আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছে।

■ ঝুলন ভারতীয় মহিলা ক্রিকেট দলের বোলিং পরামর্শক হিসাবে কাজ করেন।

■ ঝুলন 2008 থেকে 2011 পর্যন্ত ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন।



Post a Comment

0Comments

Post a Comment (0)