কেনো FIFA-এর কঠোর নির্বাসনের মুখে ভারতীয় ফুটবল ফেডারেশন? খেলতে পারবে না কোনো আন্তর্জতিক ম্যাচ।

Ohid Tarafdar

16 ই আগস্ট দিনটি ভারতীয় ফুটবল তথা  দেশবাসীর কাছে এক কালো দিন হিসেবে পরিগণিত হলো। আন্তর্জাতিক ফুটবল নিয়ামক সংস্থা (ফিফা) এর কঠোর নিয়ম লঙ্ঘনের কারণে নির্বাসিত হতে হলে ভারতীয় ফুটবলকে। যার ফলে গভীর সংকট এর মধ্যে সুনীল ছেত্রী সহ ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ।অংশ নিতে পারবে না কোনো আন্তর্জাতিক পর্যায়ের খেলায়।



কেন এই নির্বাসন?

কেন ভারতীয় দলকে নির্বাসনে পাঠানো হলো? কি এমন নিয়ম লঙ্ঘন করলে ভারতীয় ফুটবল ফেডারেশন? বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থার আইনে স্পষ্ট ভাবে বলা রয়েছে, ফিফা স্বীকৃত প্রতিটি দেশের ফুটবল সংস্থাকে হতে হবে স্ব-শাসিত। এই সংস্থায় কোনও হস্তক্ষেপ থাকবে না সরকার বা কোনও তৃতীয় পক্ষের। সুপ্রিম কোর্টের নির্দেশে নিযুক্ত কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর (সিওএ) এআইএফএফ-এর অভ্যন্তরীন বিষয়ে ঢোকার ফলেই নির্বাসিত হতে হল ফেডারেশনকে।

AIFF(অল ইন্ডিয়া ফুটব ফেডারেশন) এর প্রেসিডেন্ট হিসেবে প্রফুল্ল প্যাটেলের চার বছরের মেয়াদ শেষ হলে হলেও তারপর থেকে নতুন কোন প্রেসিডেন্ট নির্বাচন হয়নি। তিনি এই পদটি দীর্ঘদিন ধরে দখল নিয়ে ছিলেন। যা একেবারে আইন লঙ্ঘিত একটি বিষয়।


অনিয়মের এই অভিযোগ এনে ১৮ই মে সুপ্রিম কোর্ট এ আই এফ এফ এর শাসকগোষ্ঠীর কমিটি ভেঙে দেয় এবং ভারতীয় ফুটবলকে পরিচালনার দায়িত্ব নেয়।। সুপ্রিম কোর্টের নির্দেশে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয় এবং তাদের দায়িত্ব হয় এআইএফএফ-এর সংবিধান সংশোধন করে নতুন করে নির্বাচন করানো। যদিও গত ১৮ই মে কমিটি গঠন হলেও এখনো পর্যন্ত তারা নির্বাচন নিয়ে কোন কার্যকরী পদক্ষেপ নিতে পারেনি।


নির্বাসনের মেয়াদ:

এই নির্বাচন চলবে কতদিন? এই নিয়ে ফিফার বক্তব্য,যতদিন পর্যন্ত ভারতীয় ফুটবল ফেডারেশনের পরিচালন ক্ষমতা তাদের নিজেদের প্রশাসকের হাতে ফিরে না আসছে ততদিন পর্যন্ত এই নির্বাসন কার্যকারী থাকবে।


যদিও সুপ্রিম কোর্টের নিযুক্ত কমিটি এদের মধ্যেই দ্রুত ফেডারেশনে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য দরকার হয়েছে এই নির্বাচন চলতি মাসের ২৮ তারিখে হওয়ার কথা রয়েছে।

ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ:

  1. সিনিয়র হোক কিংবা জুনিয়র, ভারতের কোনও জাতীয় দলই কোনও রকম আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারবে না।
  2. আন্তর্জাতিক মানের কোনও ম্যাচই খেলতে পারবেন না সুনীল ছেত্রীরা। এমন কী এশিয়ান কাপও খেলতে পারবে না ভারত।
  3. নির্বাসন থেকে গেলে অনূর্ধ্ব-১৭ মহিলাদের বিশ্বকাপ হওয়া কোনও ভাবেই সম্ভব নয়।
  4. নির্বাসনের ধাক্কায় যেন কয়েক যুগ পিছিয়ে গেল ভারতীয় ফুটবল। কারণ ভারতীয় ফুটবলের র‍্যাঙ্ক ফের শূন্য থেকে শুরু হবে। ফের শূন্য থেকে লড়াই শুরু করতে হবে সুনীলদের।

আগামী ৭ সেপ্টেম্বর ঘরের মাঠে এএফসি কাপের ইন্টারজোনাল সেমিফাইনালে খেলার কথা এটিকে মোহনবাগানের। কিন্তু নির্বাসন বহাল থাকলে, সেই ম্যাচ খেলতে পারবে না জুয়ান ফেরান্দোর টিম।

এ দিকে যতদিন না পর্যন্ত সাসপেনশন উঠছে, নতুন করে কোনও বিদেশি ফুটবলার সই করানো যাবে না। এর অর্থ, ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশি ফুটবলার সই করানোর পরিকল্পনা আপাতত  জলে। একই রকম ভাবে ভারতীয় ক্লাবে খেলা কোনও বিদেশি এখন অন্য দেশেও যেতে পারবেন না।

ঘরোয়া ফুটবলে সমস্যা:

ঘরোয়া ফুটবলে আপাতত কোনও অসুবিধা হবে না। তা ছাড়া ক্লাব ফুটবলও চলতে পারে আগের মতোই। অর্থাৎ আইএসএল, আই লিগ-সহ ক্লাব ফুটবল প্রতিযোগিতায় ক্ষেত্রে কোনও বাধা থাকছে না।
সর্বশেষ সংবাদ:
ফিফার সঙ্গে এই সমস্যা মেটানোর জন্য সুপ্রিম কোর্টের নির্দেশে আপাতত ভারতের 'কেন্দ্রীয় ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রকের' কাছে পুরো দায়িত্ত্বটায় দেওয়া হয়েছে।তারা বিভিন্ন রাজ্য সংস্থা,সি ও এ এবং ফিফার সঙ্গে কথা বলে দ্রুত  এই সমস্যার সমাধান চাইছে। সমস্যা মিটলে অনূর্ধ্ব ১৭ মেয়েদের বিশ্বকাপ ভারতে হলেও হতে পারে। 

Tags

Post a Comment

0Comments

Post a Comment (0)