জাদেজার বিকল্প এখন বাংলার ছেলে।রঞ্জিতে ব্যাটে বলে জাড্ডু - অক্ষরকেও হার মানাচ্ছে শাহবাজ।

Ohid Tarafdar
নিজস্ব প্রতিবেদন:
সম্প্রতি রঞ্জি ট্রফিতে বাংলার শাহবাজ আহমেদ রানের নিরিখে অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও অক্ষর পাটেলকেও ছাপিয়ে গেলেন।



ঘরোয়া ক্রিকেটে একের পর এক নজির তৈরি করে চলেছেন বাংলার বা হাতি অলরাউন্ডার শাহবাজ আহমেদ।টক্কর দিচ্ছেন ভারতের দুই সেরা অলরাউন্ডার জাদেজা ও অক্ষর কে।তিনি খুব শিঘ্রই যে জাতীয় দলে ঢোকার দাবিদার তা আরো একবার জোরালো করলো রঞ্জিতে দুরন্ত পারফর্ম করে।

র়ঞ্জি ট্রফিতে ১৮টি ম্যাচ খেলার পরে রানের নিরিখে জাডেজা ও অক্ষরের আগে রয়েছেন শাহবাজ। তিনি করেছেন ১০১৯ রান। গড় ৪০.৭৬। সমসংখ্যক ম্যাচ খেলে জাডেজার রান ছিল ৯৯২। গড় ৪৩.১৩। অক্ষর ১৮টি রঞ্জি ম্যাচ খেলে করেছিলেন ৯৫৫ রান। গড় ৪৭.৭৫। ১৮টি ম্যাচে শাহবাজ একটি শতরান ও সাতটি অর্ধশতরান করেছেন। তাঁর প্রথম শতরান এসেছে মধ্যপ্রদেশের বিরুদ্ধে চলা সেমিফাইনালের প্রথম ইনিংসে। ১৮টি ম্যাচ পরে জাডেজার দু’টি শতরান ও চারটি অর্ধশতরান এবং অক্ষরের একটি শতরান ও আটটি অর্ধশতরান ছিল।

রানের তালিকায় দুই ভারতীয় ক্রিকেটারকে ছাপিয়ে গেলেও উইকেটের তালিকায় অবশ্য অক্ষরের থেকে কিছুটা পিছিয়ে শাহবাজ। ১৮টি ম্যাচে ৫৭টি উইকেট নিয়েছেন তিনি। এক ইনিংসে দু’বার পাঁচ বা তার বেশি উইকেট নিয়েছেন। তার মধ্যে সাম্প্রতিকতম রঞ্জির সেমিফাইনালে মধ্যপ্রদেশের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট। অন্য দিকে ১৮টি ম্যাচে অক্ষরের উইকেট ছিল ৬৪টি। তিন বার এক ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নিয়েছিলেন তিনি। সমসংখ্যক ম্যাচে জাডেজার উইকেটের সংখ্যা ছিল ৫৮টি। এক ইনিংসে পাঁচ বার পাঁচ বা তার বেশি উইকেট নিয়েছিলেন তিনি।

রঞ্জি ট্রফির 2022 মরসুমে বাংলা সেমিফাইনালে মধ্যপ্রদেশের বিরুদ্ধে খেলতে নেমে 174 রানে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যায়।ম্যাচ হারলেও সেই ম্যাচে সাহবাজের পারফরম্যান্স ছিল আলোচনার বিষয়।দুই ইনিংস মিলিয়ে তার রান ছিল একটি শতরান সহ 138  ও বল হাতে নেন 8 উইকেট।একইসাথে কোয়ার্টার ফাইনালে  দুই ইনিংসে ব্যাট করে 124 রান ও 4 উইকেট তোলেন।



Post a Comment

0Comments

Post a Comment (0)