Advertisement

Responsive Advertisement

টেস্ট ক্রিকেটে বিশ্বের 14 তম খেলোয়াড় হিসেবে দশ হাজার রানের মাইলফলক ছুঁলেন জো রুট।

নিজস্ব প্রতিবেদন:





টেস্ট ক্রিকেটে সর্বশেষ ক্রিকেটার হিসেবে দশ হাজার রানের বিশাল মাইল ফলক স্পর্শ করলেন জো রুট।নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের চতুর্থ দিনে 115 রানের এক অপারাজিত ইনিংস খেলে ইংল্যান্ডকে বড়ো জয় এনে দেয় রুট।নিজের টেস্ট ক্যারিয়ারে 26 তম সেঞ্চুরি করার পাশাপাশি এদিন বিশ্বের 14 তম খেলোয়াড় এবং অ্যালিস্টার কুকের পর দ্বিতীয় ইংলিশ ব্যাটসম্যান হিসেবে দশ হাজার রানের ক্লাবে নিজের নাম লেখালেন রুট।

এদিন তিনি কুকের সঙ্গে যুগ্ম ভাবে আরো এক নতুন রেকর্ড গড়েন।কাকতালীয় ভাবে বিশ্বের কনিষ্ঠতম খেলোয়াড় হিসেবে অ্যালিস্টার কুকের সঙ্গে 31 বছর 157 দিনে এই মাইল ফলক স্পর্শ করেন।

ঐতিহাসিক লর্ডসে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টের তৃতীয় দিনে ইংল্যান্ড 277 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নামে।কিন্তু কাইল জেমিশনের অসাধারণ বোলিংয়ের সামনে টিকে থাকতে ব্যার্থ হয়  ইংল্যান্ডের প্রথম সারির  ব্যাটসম্যানরা। তাসের ঘরের মতো ভেঙে পড়ে একের পর এক উইকেট।মাত্র 69 রানে 4 উইকেট হারায় তারা।সেই পরিস্থিতিতে একার হতে এক দুর্ধর্ষ সৈনিকের মতো মাটি আটকে থেকে মূল্যবান জয় এনে দিয়েছে ইংল্যান্ডকে।115 রানে অপারজিত থেকে ইনিংস শেষ করেন তিনি।

টেস্ট ক্রিকেটে জো রুট ছাড়াও আর যারা দশ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তাদের তালিকা:
1.শচীন টেন্ডুলকার - 15,921 রান

2. রিকি পন্টিং - 13,378 রান

3.জ্যাক কলিস - 13,289 রান

4.রাহুল দ্রাবিড় - 13,288 রান

5.অ্যালিস্টার কুক - 12,472 রান

6.কুমার সাঙ্গাকারা - 12,400 রান

7.ব্রায়ান লারা - 11,953 রান

8.শিবনারিন চন্দ্রপাল - 11,867 রান

9.মাহেলা জয়বর্ধনে - 11,814 রান

10.অ্যালান বর্ডার - 11,174 রান।

11.স্টিভ গফ - 10,927 রান

12. সুনীল গাভাস্কার - 10,122 রান

13.ইউনুস খান - 10,099 রান

14.জো রুট- 10,015 রান



wait 60 seconds for code


Post a Comment

0 Comments